করোনা মহামারীতে গত দুই বছরে ওমানের বেসরকারি খাতের প্রায় তিন লাখ কর্মী চাকরি হারিয়েছেন। সম্প্রতি ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন দেশটির অর্থ মন্ত্রী ডক্টর সাইদ বিন মোহাম্মাদ আল সাকরি। মন্ত্রী বলেন, দুই বছরে যারা চাকরি হারিয়েছেন তাদের অধিকাংশই প্রবাসী নাগরিক। দেশটিতে মোট দুই লাখ ৯২ হাজার ৫০০ প্রবাসী নাগরিক গত দুই বছরের চাকরী হারিয়েছে। বেসরকারি খাতে কাজ কম থাকায় মূলত এই কর্মীরা চাকরীচ্যুত হয়েছেন বলেও জানান মন্ত্রী।
ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশনের (এনসিএসআই) পরিসংখ্যান অনুযায়ী, চাকরি হারিয়ে ২০২১ সালের প্রথম দিকে ৫৮ হাজারেরও বেশি প্রবাসী স্থায়ীভাবে ওমান ছেড়ে নিজ দেশে গেছেন। দেশটির নির্মাণ খাতে কর্মরত প্রবাসী শ্রমিক বেশি ছাটাই হয়েছে এমন চিত্র উঠে এসেছে প্রতিবেদনে।
তবে গত বছরের অক্টোবর থেকে ওমানে প্রবাসীদের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে ওমানে। দেশটিতে বর্তমানে প্রবাসী নাগরিকের পরিমাণ প্রায় ১৬ লাখ ৩৪ হাজার ৩৫৭ জন। মন্ত্রী বলেন, “গত বছরের তুলনায় ওমানে এবছর বিদেশী বিনিয়োগ বেড়েছে। বিভিন্ন অর্থনৈতিক খাতে বেসরকারি খাত বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে এমনটি জানিয়েছেন মন্ত্রী।
আরো পড়ুন:
১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিলো ওমান
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post