নিউইয়র্কভিত্তিক সংবাদ এজেন্সি বাংলা প্রেসের তথ্য মতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সোমবার (৪ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের বৈঠকে প্রাধান্য পাবে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। বৈঠকে বাংলাদেশের তরফে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হতে পারে। যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবিত দু’টি সামরিক চুক্তি-আকসা ও জিসোমিয়া সই করার অগ্রগতি জানতে চাইতে পারে ।
পাশাপাশি, জাতিসংঘ সাধারণ পরিষদে ইউক্রেনে মানবিক সহায়তা সংক্রান্ত প্রস্তাবের পক্ষে বাংলাদেশ ভোট দেওয়ায় সন্তোষ প্রকাশ করতে পারে। একইসঙ্গে, আগামীতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান চাইতে পারে যুক্তরাষ্ট্র। বৈঠকটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় দুপুর একটায় অনুষ্ঠিত হবে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের আমন্ত্রণে দেশটিতে সরকারি সফরকালে মোমেন ইউএসএআইডি প্রশাসক সামান্থা পাওয়ারের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস রবিবার মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে, একাত্তরের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ঢাকা ও ওয়াশিংটনের বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করেন। ১৯৭২ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনে গতকাল রবিবার রাতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ কে আব্দুল মোমেন এ সফর করছেন। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দুজন সংসদ সদস্যও রয়েছেন।
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post