পবিত্র রমজান মাস উপলক্ষে ওমানি নাগরিক, প্রবাসী ও মুসলিম জাতির উদ্দেশে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশটির সুলতান হাইতাম বিন তারিখ। সুলতান তার শুভেচ্ছা বার্তায় বলেন, “পবিত্র রমজান মাস সারা বিশ্বের মুসলমানদের জন্য একটি আনন্দময় মাস। পুরো রমজান জুড়ে সকল নাগরিক ও প্রবাসীরা যেনো সঠিকভাবে রোজা পালন করতে পারে সেই আহ্বান জানান সুলতান হাইতাম বিন তারিখ।
সুলতান সকল মুসলমানদের রমজান মাসে সুস্বাস্থ্য, সুখ এবং শান্তি বজায় রাখার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করেন। নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার প্রতি নিবিড়ভাবে মনোযোগ দেওয়ার জন্য সুপ্রিম কিমিটিকে নির্দেশ দেন সুলতান। এছাড়াও সকল নাগরিকদের করোনা সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলার উপর জোর দেন।
অপরদিকে, রমজান উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমরা যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরের পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি।
আরো পড়ুন:
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
রমজানে ওমানের বাংলাদেশ দূতাবাসে নতুন অফিস সূচি
ওমানে পাথর ধ্বসের পর এবার মাটিধসে এক প্রবাসী নিহত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post