আগামী ৩০ জুন পর্যন্ত প্রবাসী নাগরিকদের ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা বৃদ্ধি করেছে ওমান। সম্প্রতি এক প্রজ্ঞাপনে দেশটির মন্ত্রণালয় জানিয়েছে, “করোনা মহামারিতে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে।
এই প্রভাব কাটিয়ে উঠতে প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিটের বৈধতা বাড়ানের সময়সীমা শেষ হওয়ার কথা ছিলো গত ৩১শে মার্চ। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ফের বাড়ানো হলো ওয়ার্ক পারমিটের মেয়াদ।
আগামী ৩০ জুন পর্যন্ত ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াতে পারবে প্রবাসীরা।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post