ওমানের সাহামে ফের ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২-এপ্রিল) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রবাস টাইমের প্রতিনিধি জানিয়েছেন, দুটি গাড়িই সাহাম থেকে সোহার রোডে যাচ্ছিলো।
এরমধ্যে একটি গাড়ির অতিরিক্ত গতি থাকার কারণে পিছন থেকে সামনের গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুইটি গাড়িই বাতিল হয়ে গেলেও ঘটনাক্রমে চালক সহ গাড়ির যাত্রী সবাই জীবিত আছেন। এতে কারো মৃত্যুর খবর পাওয়া না গেলেও মারাত্মক আহত হয়েছেন।
দুইটি গাড়ির একটিতে ওমানি নারী এবং দ্বিতীয় গাড়িতে একজন ওমানি পুরুষ ছিলেন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষনিক নিকটস্থ হাঁসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম রয়েছে।
উল্লেখ্য: গত বৃহস্পতিবার (৩১-মার্চ) সাহামের ফালাজ আল হারিথ রোডে একটি গাড়ি দুর্ঘটনায় একজন মারা যান এবং আহত হন আরো তিনজন। ওই দুর্ঘটনা একদিনের ব্যবধানে ফের বড় ধরণের আরেকটি দুর্ঘটনা ঘটলো। যদিও এবারের দুর্ঘটনায় সৃষ্টিকর্তার অপার করুণায় কেউ মারা যাননি। তবে আহতদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আরো পড়ুন:
ওমানে মর্মান্তিক পাহাড়ধসে আরো এক প্রবাসীর মরদেহ উদ্ধার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
৪ পদে ২২ জনকে নিয়োগে দেবে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশ সহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা বার্তা পাঠালেন ওমানের সুলতান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post