নতুন নায়িকা হিসেবে পথচলা শুরু করছেন জাকিয়া মাহা। ‘পাপ’ নামে সিনেমার নতুন নায়িকা হিসেবে কাজ করবেন তিনি। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নায়িকা হিসেবে তার নাম ঘোষণা করেছে তাদের ভেরিফায়েড পেজে।
ফেসবুকে নতুন নায়িকার নাম ও ছবি প্রকাশ করেছে জাজ মাল্টিমিডিয়া। মাহার উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মেডিকেল কলেজের পড়াশোনা শেষে প্রথমে ডাক্তারি, পরে পারিবারিক ব্যবসা দেখাশোনা করেন তিনি। উত্তীর্ণ হয়েছিলেন ৩৬তম বিসিএস পরীক্ষায়ও। কিন্তু এবারে সব ভূমিকা ছাপিয়ে তিনি হতে যাচ্ছেন ‘পাপ’–এর নায়িকা রোমানা। ঢাকায় শুরু হবে তাঁর অংশের শুটিং ২ এপ্রিল থেকে।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, প্রায় তিন মাস গ্রুমিং করার পর ‘পাপ’ ছবিতে নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে মাহাকে। অভিনয় ও চরিত্রের জন্য যেমন হওয়া দরকার, মাহা তেমনই। তিনি বলেন, ‘পাপ ছবিটি থ্রিলার গল্পের। গ্রুমিংয়ের সময় দেখেছি, ছবিতে যে চরিত্র মাহা করবেন, তার লুক, হাইট ও আচরণের সঙ্গে দারুণ মানাবে তাঁকে।’ কীভাবে পেলেন তাঁকে? উত্তরে আবদুল আজিজ বলেন, ‘ফেসবুকে। ছবি দেখে মাহাকে পছন্দ হয়। পরে একটি মডেল এজেন্সির মাধ্যমে তাঁকে অডিশনের জন্য ডাকা হয়। প্রথম অডিশনেই পাস করেন মাহা। ওই দিনই তাঁকে আমরা প্রাথমিকভাবে চূড়ান্ত করি। এরপর প্রায় তিন মাস গ্রুমিং করানো হয়। চরিত্রের জন্য এখন সে পুরোপুরি প্রস্তুত।’
মাহা দুই বাংলার নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা ‘কেয়া শেঠ–মিস অদ্বিতীয়া ২০১২’–এর বাংলাদেশের চ্যাম্পিয়ন। কয়েকটি নাটকেও অভিনয় করেছেন তিনি। বাংলাদেশ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেছেন তিনি। বর্তমানে পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। সিনেমায় কাজের সুযোগ পেয়ে ভীষণ খুশি মাহা। তিনি বলেন, ‘জাজ থেকে অনেক নায়িকা এসেছেন। সবাই আলোচিত হয়েছেন। এ জন্য আমার নিজের খুব ভালো লাগছে, জাস্ট ফিল লাইক অন দ্য টপ। এই হাউসের কাজগুলো পরিকল্পনা নিয়ে করা হয়। এতে নতুনদের ক্ষেত্রে শুরুতেই ভালো করার সুযোগ থাকে।’ ডাক্তারি শুরু করেও কিছুদিন পর ছেড়ে দেন। কেন? তিনি বলেন, ‘বাবা মারা যাওয়ার পর থেকে পারিবারিক ব্যবসা দেখতে হচ্ছে আমাকে। এ কারণে আপাতত ডাক্তারি করছি না। তবে সিনেমাটি শেষ করার পর আবার অনুশীলন শুরু করব।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ফেসবুকে নতুন নায়িকার নাম ও ছবি প্রকাশ করেছে। পোস্টে লেখা হয়েছে, ‘জাজের নতুন নায়িকার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। নাম জাকিয়া কামাল মুন। ডাক নাম: মাহা। উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি। বর্তমান ঠিকানা: গুলশান-১ ঢাকা। শিক্ষা: এমবিবিএস। প্রথম সিনেমা: পাপ। পরিচালক: সৈকত নাসির। প্রযোজনা: জাজ মাল্টিমিডিয়া।’
নায়িকা হওয়া প্রসঙ্গে মাহা জানান, তিনি এমবিবিএস পাশ করার পর তার বাবা মারা যান। তখন থেকে তিনি বাবার ব্যবসা দেখাশোনা করছেন। এখন সিনেমায় কাজের সুযোগ হয়েছে। তাই সিনেমায় যুক্ত হচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন মাহা। ‘পাপ’ সিনেমার শুটিং শুরু হয়েছে গত ১৬ মার্চ। বর্তমানে কক্সবাজারে শুটিং চলছে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post