ওমানের মুসান্দাম প্রদেশ ও ওমান সাগরের উপকূলীয় অঞ্চল সমূহে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার (২৭-মার্চ) এক সতর্ক বার্তায় দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মুসান্দাম প্রদেশের উপকূলে সমুদ্রের ঢেউ প্রায় আড়াই থেকে ৩ মিটার উচ্চতায় উঠার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও ওমান উপকূলীয় এলাকায় সমুদ্রের পানি দুই মিটার পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে। আজ থেকে আগামী ৩০শে মার্চ পর্যন্ত সমুদ্র উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। এমতাবস্থায় সকল নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পৃথক এক বিবৃতিতে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ওমানের আল বুড়াইমি, আল ধাহিরা, আল ওস্তা এবং ধোফার প্রদেশের মরুভূমি ও খোলা এলাকায় ধুলো ঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে আরো বলা হয়েছে, ওমানের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার থাকবে। তবে ভোরের দিকে দেশটির দক্ষিণ আশ শারকিয়াহ ও আল ওস্তা প্রদেশের কিছু এলাকায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post