মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান মাস। আর মাত্র কয়েকদিন পেরুলেই শুরু হবে রমজান। সিয়াম সাধনার এই মাসটি উপলক্ষে অফিশিয়াল নতুন সময়সূচী প্রকাশ করেছে ওমান সরকার। নতুন কর্মঘন্টা অনুযায়ী রমজান মাসে ওমানের সকল অফিস আদালত শুরু হবে সকাল ৯ টা এবং শেষ হবে দুপুর ২ টায়। এছাড়াও বেসরকারি প্রতিষ্ঠানের সকল মুসলিম শ্রমিকদের কর্মঘন্টা সপ্তাহে ৩০ ঘন্টার বেশি না হওয়া এবং সপ্তাহে ৬ দিনের বেশি কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ দৈনিক ৫ ঘন্টার বেশি কোনো শ্রমিককে দিয়ে কাজ না করানোর নির্দেশ দিয়েছে ওমান সরকার।
এদিকে, পবিত্র রমজান শুরুর আগের মুমিন মুসলমানের প্রস্তুতি ও করণীয় নিয়ে বেশকিছু পরামর্শ দিয়েছেন আলেম সমাজ। তারা বলেছেন, রমজান ভোগ, পণ্য মজুত বা বাড়তি মুনাফায় ব্যবসা-বাণিজ্যের মাস নয়, বরং রমজান হলো কোরআন নাজিলের মাস, সংযমের মাস এবং ত্যাগের মাস। এ মাস ইবাদত-বন্দেগির মাস। আল্লাহর রহমত বরকত মাগফেরাত নাজাত ও যাবতীয় কল্যাণ লাভের মাস। তাই এ মাসের আগমনের আগে মুমিন মুসলমানের বিশেষ কিছু করণীয় রয়েছে।
যার মধ্যে অন্যতম হচ্ছে:
১. তাওবাহ-ইসতেগফার করা।
২. রমজানের সব উপকারিতা স্মরণ করা
৩. রমজানের রোজার মানসিক প্রতিজ্ঞা নেওয়া
৪. রমজান শুরু আগেই আগের কাজা রোজা আদায় করা
৫. যাবতীয় গুনাহ থেকে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা
৬, শিরক ও হিংসা থেকে মুক্ত থাকা।
৭. রমজানের ফরজ রোজার নিয়ম-কানুন জেনে নেয়া
৮. শাবান মাসের শেষ দিকে রমজানের চাঁদের অনুসন্ধান করা
আরো পড়ুনঃ
কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post