বাবা হওয়ার দুই দিন পরই না ফেরার দেশে পাড়ি জমালেন ওমান প্রবাসী ইয়াসিন। জানাগেছে, ইয়াসিন ওমানের সালালাহ নামক স্থানে কাজ করতো। বুধবার (২৩-মার্চ) নিজের রুমে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় অন্য প্রবাসীরা।
তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। বর্তমানে তার মরদেহ সালালার একটি মর্গে আছে বলে জানাগেছে। ইয়াসিন ওমানের সাদাহ নামক এলাকায় একটি বাসায় একা থাকতো। তবে লক্ষীপুরের আরো দুই প্রবাসী তার সাথে সেই কক্ষে নিয়মিত খাওয়া দাওয়া করতো বলে জানাগেছে।
সম্প্রতি দেশে ছুটিতে এসে গত পহেলা ফেব্রুয়ারি ফের ওমানে যান ইয়াসিন। তার বাবাও ওমানের সালালাহ শহরে ৩১ বছর ছিলেন। সেখানেই ছেলেকে নিয়ে গাড়ী চালানোর কাজে ছেলেকে নিয়ে যান বাবা। ইয়াসিনের পরিবারে স্ত্রী, কন্যা ও দুই নবজাতক পুত্র সন্তান রয়েছে। এছাড়া মা-বাবা দুই বোন ও এক ছোট ভাইকে নিয়ে মোট নয়জনের সংসার। এই নয়জনের সংসারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিলেন ইয়াসিন।
মৃত ইয়াসিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর নোয়াব আলী বাড়ীর মো. জহিরুল ইসলামের বড় ছেলে। ইয়াসিনের তিন বছর বয়সী এক কন্যা সন্তান ও সদ্য জন্ম নেওয়া দুই ছেলে সন্তান রয়েছে। মৃত্যুর দুইদিন আগেই তার যমজ দুই ছেলে সন্তান হয়। খুশিতে গতকাল তার বন্ধুবান্ধবদের মাঝে ২২ কেজি মিষ্টি কিনে সবাইকে খাওয়ানোর কথাও ছিলো। অথচ ওইদিনই না ফেরার দেশে পাড়ি দিলেন ইয়াসিন।
তার মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ পরিবার এবং বন্ধুবান্ধব। সকলের ধারণা তাকে হত্যা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, ইয়াসিনের মরদেহ নিচে ফ্লোরের সাথে অর্ধেক পড়ে আছে। তবে এব্যাপারে সঠিক তথ্য পাওয়া যাবে পুলিশের ময়না তদন্তের উপর।
ইয়াসিনের মৃতের খবরে শোঁকের ছায়া নেমে এসেছে তার পরিবারের মাঝে। তার বাবা হাজী মো. জহিরুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেখান থেকে পাঠানো ছবিতে তার দেহে আঘাতের দাগ রয়েছে বলেও জানান তিনি।
ইয়াসিনের মা বলেন, “বুধবার দুপুরে ইয়াসিনের সাথে শেষ কথা হয়েছে। বৃহস্পতিবার ২২ কেজি মিষ্টি কিনে সবাইকে খাওয়ানোর কথা। গত সোমবার তার দুই পুত্রসন্তান হাজীগঞ্জ শাহমিরান হসপিটালে জন্ম গ্রহণ করে। মৃত্যুর পূর্বে গত মঙ্গলবার (২২-মার্চ) রাতে মুঠোফোনে ইয়াসিনের সাথে কথা হলে সে আমাকে বলে তার বিরুদ্ধে মালিকের কাছে নালিশ করেছে সহকর্মীরা।” আগামী ৩/৪ দিনের মধ্যে তার মরদেহ দেশে আসার কথা রয়েছে বলে জানান তার বাবা। এদিকে ইয়াসিনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবী জানিয়েছেন তার পরিবার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post