বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে সরকারি পরিবহন পুলের ১০০টি গাড়ি হস্তান্তর করেছে সরকারি যানবাহন অধিদফতর। বুধবার (২৩ মার্চ) বিকালে রাজধানীর ইস্কাটনে বিয়াম মিলনায়তনে দফতরের পরিবহন কমিশনার মো. আবদুস সাত্তার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের হাতে গাড়ির প্রতীকী চাবি হস্তান্তর করেন।
এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।
ইমরান আহমদ বলেন, আমরা সবসময় ভাবি যে—দক্ষ শ্রমিক কিভাবে পাঠাবো। আজকে যে হস্তান্তর প্রক্রিয়া হলো সেখানে কিন্তু আমরা একটা সহযোগিতা দেখছি। পরিবহন পুল কিন্তু এই গাড়িগুলো টেন্ডারে বিক্রি করে কয়েক কোটি টাকা আয় করতে পারতো। কিন্তু ওনারা যে সিদ্ধান্ত নিয়েছে—গাড়িগুলো ডিস্পোজ করা থেকে বেশি জরুরি হলো কাজে লাগানো। তিনি আরও বলেন, এখানে দেশের সম্পদ আরও কাজে লেগে গেছে।
অনুষ্ঠান শেষে মন্ত্রী জানান, পোল্যান্ড থেকে ড্রাইভারের চাহিদা আসছে। দেশের ভেতরেও অনেক ড্রাইভারের প্রশিক্ষণের প্রয়োজন আছে। দক্ষতা ইম্প্রুভ করতে গেলেই সেটার একটা মূল্য আছে। যেকোনও মানুষকে দক্ষ করে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য। আজকে আমরা যে ১০০টি গাড়ি পেয়েছি তার ফলাফল আগামী এক বছরের মধ্যে দেখা যাবে। আমার জানা মতে, যুক্তরাষ্ট্র, কানাডা ড্রাইভার খুঁজছে। তবে সেটা লং ট্রাকের। আমাদের পরিকল্পনা আছে—আমরা লং ট্রাকেরও ব্যবস্থা করবো।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post