ওমানের মাস্কাটে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মশাবাহিত এ রোগটি প্রাথমিক অবস্থায় নির্ণয় করা না হলে, মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ডাঃ মোহাম্মাদ বিন সাইফ আল হোসনি ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে জানিয়েছেন, “রাজধানী মাস্কাট প্রদেশে সম্প্রতি বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রদেশটিতে এখন পর্যন্ত সাত জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।”
আল হোসনি বলেন, “মাস্কাটে এটি প্রথমবার নয়, এর আগেও গত দুই বছর ধরে মাস্কাট ও ধোফার এলাকায় এই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিলো।
” মন্ত্রণালয় জানিয়েছে, “ডেঙ্গু জ্বর একটি মারাত্মক রোগ। সঠিক চিকিৎসার অভাবে এই রোগে মানুষ মারা যেতে পারেন। তাই সকল নাগরিকদের মশার উপদ্রব থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post