ওমানের রাজধানী মাস্কাট প্রদেশের সিব এলাকা থেকে এক অবৈধ মাছ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় তার কাছ থেকে এক হাজার কেজি অবৈধ মাছ বাজেয়াপ্ত করে মাস্কাট পৌরসভা।
এক বিবৃতিতে পৌরকর্তৃপক্ষ জানিয়েছে, “সিব এলাকার সুর আল হাদিদে উক্ত বিক্রেতা অবৈধ মাছ বিক্রি করছিলো। অভিযানে আইন লঙ্ঘন করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে সকল নাগরিকদের অবৈধ মাছ ক্রয় না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে ওমানের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের (সিপিএ) অভিযান অব্যাহত রয়েছে। পবিত্র রমজান মাস শুরুর আগে পণ্যের দাম ঠিক রাখতেই মাস্কাটের বিভিন্ন এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন অব্যাহত রেখেছে সিপিএ।
ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান সেলিম আল হাকমানি বলেন, “রমজান মাসে পণ্যে দাম বৃদ্ধি না করার লক্ষ্যে ও পণ্যের সরবরাহ নিশ্চিত করতে মাস্কাটের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন অব্যাহত রাখা হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post