ওমানে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। আজ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ওমানের উত্তর আল বাতিনাহ প্রদেশ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা বিল্ডিং সামগ্রী বিক্রির দোকানে চুরি করতো।
পুলিশ জানিয়েছে, অপরাধীরা উত্তর আল বাতিনায় বিল্ডিং সামগ্রী বিক্রির দোকানে তালা ও দরজা ভেঙে দোকান থেকে চুরি করে। তাদের কাছে চুরি করা জিনিসপত্র ও চুরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
এরআগে দেশটিতে পুলিশের ছদ্মবেশে চুরি করার অভিযোগে তিন নাগরিককে গ্রেপ্তার করেছিলো রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। পৃথক এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, অপরাধীরা পুলিশ সদস্যদের ছদ্মবেশে বিভিন্ন সময় মোটরসাইকেল আরোহীদের থামিয়ে চুরি করতো। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরো পড়ুনঃ
- যেসব ভিসার ফি কমালো ওমান
- বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতাকর্মী নিতে চায় রোমানিয়া
- সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
- ইউক্রেনের বাঙ্কারে আটকা পড়েছে ২ বাংলাদেশি শিক্ষার্থী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post