ইউক্রেনে ও রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পরথেকে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই রাশিয়ার তেল গ্যাসের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী বলেছেন, এই মুহূর্তে রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানি বন্ধ করা সম্ভব নয়। ইউক্রেন ইস্যুতে বুধবার ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা জানান।
ডাচ প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়ার ওপর তেল গ্যাসের নির্ভরতার পরিপ্রেক্ষিতে প্রথমে আমাদের দুর্বলতাগুলো আলোচনা করা প্রয়োজন। আমি এখনি রাশিয়ার তেল, গ্যাস সরবরাহ বন্ধের পক্ষে নই। এটা সম্ভব নয় কারণ, আমাদের এগুলো প্রয়োজন আর এটা ‘অস্বস্তিকর সত্য’।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের ভিসা ফি কমলো ৮৫ শতাংশ
বিশ্বে তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ রাশিয়া। তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্রতিদিন ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হয়, যার অর্ধেকের বেশি যায় ইউরোপে। যুক্তরাজ্যে চাহিদার ৮ শতাংশ তেল আসে রাশিয়া থেকে।
এদিকে,যুক্তরাজ্য বছরের শেষের দিকে রাশিয়া থেকে তেল আমদানি পর্যায়ক্রমে বন্ধ করবে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া থেকে গ্যাস আমদানি দুই–তৃতীয়াংশ কমানোর ঘোষণা দিয়েছে। তেলের জন্য রাশিয়ার বিকল্প উৎস খোঁজার কথা জানিয়েছে যুক্তরাজ্য।
সূত্র: রয়টার্স
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post