গান বাজানো নিয়ে নতুন নির্দেশনা জারী করেছে মুসলিম প্রধান দেশ সৌদি আরব। এখন থেকে দেশটিতে নামাজের সময় কিংবা আবাসিক এলাকায় উচ্চ শব্দে গান বাজালে জরিমানা গুনতে হবে। উচ্চ শব্দে গান বাজানোর অপরাধে প্রথমে এক হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে।
আরো পড়ুনঃ সৌদি আরবে একদিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর
এর আগে পাবলিক ডেকোরাম রেগুলেশনে ১৯টি বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে উচ্চ শব্দে গান বাজানোর কারণে জরিমানা চালু হওয়ার পর এখানে আরও একটি বিষয় যোগ হলো। পাবলিক ডেকোরাম রেগুলেশনের অধীনে বেশির ভাগ কর্মকাণ্ডই সৌদি আরবে ইতোমধ্যেই নিষিদ্ধ।
তবে এসবের জন্য কোনো নির্দিষ্ট শাস্তির বিধান ছিল না। বরং এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা একজন বিচারকের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার এসব অপরাধের জন্য জরিমানার ব্যবস্থা করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post