ওমানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “ধোফার প্রদেশের কোস্ট গার্ড পুলিশের সহযোগিতায় এই মাদকদ্রব্য আটক করা হয়। এই সময় আটককৃতদের থেকে ২ হাজার ১০০ প্যাকেট মাদকদ্রব্য ও তাদের ব্যবহৃত নৌকা জব্দ করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।”
এদিকে ওমানে অবৈধভাবে প্রবেশ ও চুরির অভিযোগে সাত প্রবাসীকে আটক করেছে আরওপি। পৃথক এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “দেশটির আল ওস্তা প্রদেশ দিয়ে ওমানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সাত প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও হাইমা এলাকার পাঁচটি দোকানে চুরির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসময় তাদের থেকে চুরির অর্থ ও ইলেকট্রনিক ডিভাইস আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে গ্রেফতারকৃতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post