গত বছর বিমানবন্দরে যাত্রীদের নিরাপদ পরিষেবা প্রদানের জন্য বিমানবন্দর কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) থেকে দুটি আন্তর্জাতিক পুরস্কার পেলো ওমানের সালালাহ বিমানবন্দর।
বার্ষিক দুই মিলিয়ন যাত্রীদের পরিষেবা প্রদান ও করোনা কালীন স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য এই দুটি পুরস্কার দেওয়া হয়। গতকাল বিমানবন্দরে মানসম্পন্ন পরিষেবার জন্য আন্তর্জাতিক পুরস্কারের মোড়ক উন্মোচন করা হয়।
কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করে সালালাহ বিমানবন্দরের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সেলিম বিন আওয়াদ আল ইয়াফ বলেন, “করোনা চলাকালীন আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে সঠিকভাবে বিমানবন্দরে পরিষেবা অব্যাহত রেখেছি। এই পুরস্কার বিমানবন্দরে কর্মরত সকল কর্মীদের। আমি সকল কর্মীদের প্রতি কৃতজ্ঞ ও সকলকে ধন্যবাদ জানাই।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post