অবশেষে বিমানের টিকিট জালিয়াত চক্রের অন্যতম হোতা মো. মনিরুজ্জামান ওরফে শামিম এবং তার সহযোগী শাকিল আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। এনএসআই ও র্যাব-৩ যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১০-মার্চ) মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করে।
এ সময় তাদের থেকে ৬টি মোবাইল ফোন, ১০টি সিমকার্ড ও ৮ হাজার ৯৪২ টাকা জব্দ করা হয়। সূত্র জানায়, বিমানবন্দরে একটি টিকিট জালিয়াত চক্র দীর্ঘদিন ধরে বিদেশগামী বহু মানুষের সঙ্গে টিকিট কিনে দেওয়ার নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল।
বিষয়টি এনএসআইর নজরে এলে ওই চক্রটিকে দীর্ঘদিন নজরদারি করা হয়। গ্রেফতার মনিরুজ্জামান অত্যন্ত ধূর্ত। তিনি দীর্ঘদিনে মিথ্যা আশ্বাসে অনেকের থেকে বহু টাকা হাতিয়ে নেন। তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। বিস্তারিত দেখুন নিম্নের প্রতিবেদনে…
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
