করোনার প্রকোপ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে। থাই গণমাধ্যম দ্য ন্যাশন থাইল্যান্ড-এর এক প্রতিবেদনে জানানো হয়, দেশটিতে বৃহস্পতিবার (১০ মার্চ) নতুন করে ২২ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে ৪৭ জন বিদেশ থেকে করোনা সংক্রমিত হয়ে দেশটিতে প্রবেশ করেছেন। এদিকে নতুন আক্রান্তের পাশপাশি দেশটিতে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার কোভিড আক্রান্ত ৭৪ জনের মৃত্যু হয় থাইল্যান্ডে। তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজারের বেশি রোগী। ২০২২ সালের প্রথম থেকেই করোনার উচ্চ সংক্রমণ দেখা যাচ্ছে দেশটিতে।
শুধু এ বছরেই দেশটিতে শনাক্ত হয়েছে ৮ লাখ ৮৯ হাজার কোভিড রোগী। এছাড়া ২০২০ সাল থেকে দেশটিতে মোট ৩০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশটিতে মোট প্রাণ হারিয়েছেন ২৩ হাজার ৫০০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post