চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কমছে নতুন শনাক্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২৩৪ জন এবং মৃতের সংখ্যা ১ জন। বৃহস্পতিবার (১০-মার্চ) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ৮৩১ জন।
যা নতুন শনাক্তের তুলনায় সুস্থের সংখ্যা প্রায় চার গুণ। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৩ জন। আজ নতুন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৪৭৬ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৫০ জন।
গত ২৪ ঘন্টায় হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। সেইসাথে সমগ্র ওমানের হাঁসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১৫১ জন। যাদের মধ্যে আইসিইউতে আছেন ২৮ জন। মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী দেশটিতে দিনদিন কমছে নতুন শনাক্ত এবং মৃত। সেইসাথে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post