বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমাতে ভিন্ন রঙের পাসপোর্ট করা উচিত বলে মন্তব্য করেছেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি) মহাপরিচালক মো: শহীদুল আলম এনডিসি। বুধবার (৯ মার্চ) বিএমইটি’র সম্মেলন কক্ষে ‘অভিবাসনের সুশাসন: উপায় ও উদ্ভাবন’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, “দেশে ফিরে আসা কর্মীরা যাতে বিমানবন্দরে কোনো প্রকার ভোগান্তির শিকার না হন সে জন্য তাদের সম্মানার্থে ভিন্ন রঙের পাসপোর্ট করা উচিত। যাতে করে বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা খুব সহজেই প্রবাসী কর্মীদের চিনতে পারেন এবং বিমানবন্দর ত্যাগে সহযোগিতা করেন।”
এছাড়াও বিমানবন্দর কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও কাস্টমস কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন বিভাগের সাথে সমন্বয় করে কাজ করতে পারলে দেশে আসা কর্মীদের বিমানবন্দরে কোনো প্রকার ঝামেলার শিকার হতে হবে না বলেও মন্তব্য করেন বিএমইটি মহাপরিচালক।
তিনি বলেন, “প্রবাসীরা হলেন এসকল বিভাগের সেবা গ্রহীতা। সুতরাং সেবা গ্রহীতার প্রতি যদি একটু মানবিক আচরণ করা হয়, তাহলে বিদেশ থেকে কর্মীদের আসা ও যাওয়ার সময় কোনো কষ্ট পোহাতে হবে না। তারা নির্বিঘ্নে আসা-যাওয়া করতে পারবেন।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post