ওমানের উত্তর আল বাতিনাহ প্রদেশের আল ফুলাইজ প্রত্নতাত্ত্বিক স্থানে একটি পুরানো বর্গাকার দুর্গের সন্ধান পেয়েছে দেশটির ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, “আল ফুলাইজে প্রত্নতাত্ত্বিক খনন অব্যাহত রয়েছে।
সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ইউনিভার্সিটি অফ ডারহামের যৌথভাবে প্রত্নতাত্ত্বিক খনন অব্যাহত রেখেছে। সন্ধান পাওয়া দুর্গটি বৃত্তাকার টাওয়ার দিয়ে ঢাকা রয়েছে।”
ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ের ডঃ সেথ বলেন, “চলতি মাসের শেষ পর্যন্ত এই খনন কাজ অব্যাহত থাকবে। ধারণা করা হচ্ছে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর চুল্লি বা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর সমাধি হতে পারে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post