ওমানে আগামী দুই দিন সমুদ্রের পানি উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে আজ থেকে উত্তাল হতে শুরু করেছে ওমান সাগর। তাই ওমান সাগরের উপকূলীয় অঞ্চল ও মুসান্দাম প্রদেশের উপকূলীয় এলাকার নাগরিকদের সর্তক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “সমুদ্রের পানি উত্তাল হওয়ায় মুসান্দাম প্রদেশসহ দেশের বিভিন্ন উপকূলীয় এলাকায় নাগরিকদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জেলেদের সর্তকতার সাথে সমুদ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post