ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জন্য ইউরোপের ইতিহাসে গ্যাসের দাম এ যাবৎকালের সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। জানা যায়, ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের উপরে উঠেছে।
বুধবার (২ মার্চ) রাশিয়ার সংবাদমাধ্যম তাসে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় দাম দ্রুত বাড়ছে।
ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের মধ্যে বেশ কয়েকটি পশ্চিমা রাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরপরই ইউরোপে গ্যাসের দাম এতটা বাড়ল। রাইস্ট্যাড এনার্জির সিনিয়র বিশ্লেষক কৌশল রমেশ রাশিয়ার সংবাদমাধ্যমকে বলেছেন, মিনিটে মিনিটে গ্যাসের দাম বাড়ছে। রাশিয়া-ইউক্রেন সংকটের মধ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা দাম বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব ফেলেছে।
গতকাল মঙ্গলবার থেকে ইউরোপে গ্যাসের দাম ৬০ শতাংশ বেড়েছে জানিয়ে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঞ্চমার্ক ফিউচার প্রতি মেগাওয়াট ঘণ্টায় ১৯৪ ইউরোর (২১৫ ডলার) মতো বেড়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post