রুশ বাহিনীর রকেট হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙর করে রাখা বাংলাদেশি জাহাজ এমভি ‘বাংলার সমৃদ্ধি’। রুশ বাহিনীর রকেট হামলার পর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন জাহাজে থাকা নাবিকরা। ভিডিও বার্তার মাধ্যমে জীবন বাঁচানোর জন্য কাছে আকুতি জানিয়েছেন জাহাজের নাবিকরা।
ভিডিওতে তারা বলেন, ‘আমাদের জাহাজে রকেট হামলা হয়েছে। একজন মারা গেছেন। জাহাজে পাওয়ার সাপ্লাই নেই। জরুরী পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা চলছি। সেটা বন্ধ হয়ে গেলে আমাদের জাহাজে থাকাই কঠিন হয়ে যাবে। আমরা সবাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি। দয়া করে আমাদের বাঁচান’।
বুধবার (২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলা হয়। বিষয়টি নিশ্চিত করেন ওই জাহাজেরই নাবিক সালমান সামি। হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান মৃত্যুবরণ করেন।
এদিকে, জাহাজে হামলা সেই ২৮ নাবিককে নিরাপদে ফিরিয়ে আনতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নির্বাহী পরিচালক পীযূষ দত্ত। বৃহস্পতিবার (৩ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিককে তিনি এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমাদের নাবিকদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে ফিরিয়ে আনাই প্রথম লক্ষ্য। নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থা এ ব্যাপারে কাজ করছে।’
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post