ইউক্রেন নিয়ে সংকট শুরুর পর থেকে হুহু করে বাড়ছে তেলের দাম। এটি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও খুব একটা লাভ হচ্ছে না। তাই গত সাত বছরের মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম এখন ১১০ ডলার ছুঁয়েছে।
আজ ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটিতে অপরিশোধিত তেলের দাম প্রায় ১১১ ডলার পৌঁছেছে। দুবাই মার্কেন্টাইল এক্সচেঞ্জে (ডিএমই) অফিসিয়াল দাম অনুযায়ী আজ ওমানের অপরিশোধিত তেলের অফিসিয়াল মূল্য দাঁড়িয়েছে ১১০.৮১ ডলারে। গতকালের তুলনায় আজ ব্যারেল প্রতি মূল্য বৃদ্ধি পেয়েছে ৯.৯৬ ডলার।
দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) ৩০টি সদস্য দেশ তাদের কাছে থাকা মজুত থেকে ৬০ মিলিয়ন বা ৬ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়তে সম্মত হয়। কিন্তু অবস্থা এখন এতটাই খারাপ হয়েছে যে তাদের এই উদ্যোগ সত্ত্বেও তেলের দামের ঊর্ধ্বগতি থামানো যাচ্ছে না।
তেল উৎপাদনকারী দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারেও। সর্বশেষ তথ্য অনুসারে, দেশটিতে ১০৯ ডলার করে প্রতি ব্যারেল ক্রুড তেল বিক্রি হচ্ছে। অন্যদিকে অপরিশোধিত তেলের পাশাপাশি যুক্তরাজ্যে বেড়েছে পেট্রলের দামও। পেট্রল তৈরির প্রধান কাঁচামাল অপরিশোধিত তেলের দামের সঙ্গে সঙ্গে পেট্রলের দামও ওঠানামা করছে দেশটিতে।
এদিকে এক বিবৃতিতে আইইএ জানিয়েছে, আঁটসাঁট হয়ে থাকা বৈশ্বিক তেলের বাজার এবং দামের ঊর্ধ্বগতির অস্থিরতার মধ্যে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এ অস্থিরতাকে আরও প্রকট করে তুলেছে। এ কারণে দাম এখন বেড়েই চলেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post