ইউক্রেনে রুশ সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাষ্ট্র ও তার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্রসমূহ। কিন্তু ন্যাটোর সদস্যরাষ্ট্র তুরস্ক জানিয়েছে, আপাতত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আঙ্কারার নেই।
মঙ্গলবার তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কোনো পরিকল্পনা আমরা করছি না এবং এ ব্যাপারে আমাদের ওপর কোনো চাপও নেই।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তার মিত্র পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একরাশ নিষেধাজ্ঞা দিয়েছে। ইতোমধ্যে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউরোপে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম ও সম্পদে স্থগিতাদেশ দিয়েছে। ইউরোপে রুশ ব্যাংগুলোর কার্যক্রমেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক মুদ্রা লেনদেন ব্যবস্থা সুইফট থেকেও বেশ কিছু রুশ ব্যাংককে বাদ দেওয়া হয়েছে।
তবে তুরস্ক শুরু থেকেই নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে ছিল। গত ২৩ ফেব্রুয়ারি তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন জার্মানির জাতীয় দৈনিক ডাই ওয়েল্টকে দেওয়া এক সক্ষাৎকারে এ সম্পর্কে বলেন, ‘রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি অর্থহীন। এর মাধ্যমে সংকটের কোনো সমাধান হবে না, উপরন্তু তা দীর্ঘস্থায়ী হবে। কারণ, রাশিয়া ন্যাটোকে হুমকি মনে করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post