সাদেক রিপন, কুয়েত
কুয়েতের বাহির থেকে কোনো যাত্রীকে এখন দেশটিতে প্রবেশের ক্ষেত্রে করোনা পরীক্ষার প্রয়োজন নেই, সেইসাথে কোয়ারেন্টাইনেরও প্রয়োজন নেই। তবে শর্ত হচ্ছে কুয়েত সরকার অনুমোদিত টিকার তিনটি ডোজ (বুস্টার) গ্রহণ করতে হবে অথবা দুই ডোজ গ্রহণের ৯ মাসের মধ্যে কুয়েত প্রবেশ করতে হবে।
সম্প্রতি কুয়েতের মন্ত্রীপরিষদের জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে বলা হয়, টিকা বিহীন যাত্রীদের দেশটিতে প্রবেশের ৭২ ঘণ্টা পূর্বে করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে। তাদের ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে টিকার দুই ডোজ বা তিন তিন ডোজ নেওয়া থাকলে কোয়ারেন্টাইন বা করোনা নেগেটিভ সনদ লাগবে না। ২০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হয়েছে।
এদিকে, দেশটিতে গণটিকা কর্মসূচি ও স্বাভাবিক জীবনে ফেরার অংশ হিসেবে আগামী ১৩ মার্চ থেকে শতভাগ জনবল নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। গণপরিবহন, সভা সেমিনার ও সামাজিক অনুষ্ঠানে সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ার কথা জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post