ওমানের মাস্কাটে আগামী দুইদিন প্রদেশটির বিভিন্ন স্থানে করোনা ভ্যাকসিনের ভ্রাম্যমাণ সেবা পরিচালিত হবে। আজ এক বিবৃতিতে মাস্কাট প্রদেশের স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর জানিয়েছে, “২২ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত আল রাফা হাসপাতালের সহযোগিতায় ভ্রাম্যমাণ টিম টিকাদান পরিষেবা অব্যাহত রাখবে। প্রদেশটিতে এই পরিষেবা চালু থাকবে তা নিম্নে দেওয়া হলো:
১. শিক্ষা মন্ত্রনালয় ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয়ের আয়োজনে বৌশার এলাকায় ২২ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
২. ২৩ ফেব্রুয়ারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরিবহন সেক্টরে চলবে এই কার্যক্রম।
৩. সিব এলাকায় আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post