চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১২২৪ জন এবং মৃত ৪ জন। মঙ্গলবার (২২-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ নতুন সুস্থ রোগীর সংখ্যা ১৩১২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৯৪৮ জন। আজ নতুন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৪৫ জন।
এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৩৮ জন। আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৪৯ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩১১ জন। যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৬৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে ১২ লাখের নিচে।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে রাশিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, তুরস্ক ও ইরান। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ কোটি ৬২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৮ হাজার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post