২০২১ সালে ওমানের সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত পেলো ট্রাভেল পয়েন্ট এলএলসি। সম্প্রতি মাস্কাট ডেইলি থেকে আয়োজিত এক অনুষ্ঠানে ভ্রমণ ও পর্যটন বিভাগ থেকে দেশটির সবচেয়ে বিশ্বস্ত ভ্রমণ ও আতিথেয়তা কোম্পানি হিসেবে এই পুরস্কারটি দেওয়া হয়। চলতি বছর প্রায় ৪৫টি দেশ থেকে সাত লাখ ভোট পেয়ে বর্ষসেরা কোম্পানির খেতাব পায় ট্রাভেল পয়েন্ট।
গত বছর করোনাকালিন সময়ে যখন ওমানের ফ্লাইট বন্ধ ঘোষণা হয়, তখন প্রথম বাংলাদেশের সাথে বিশেষ ফ্লাইট পরিচালনা করে এই ট্রাভেল পয়েন্ট এবং সেই সময়ে ফ্লাইটের যাবতীয় তথ্য প্রবাসীদের দোরগোঁড়ায় পৌঁছে দেয় প্রবাস টাইম।
প্রতিষ্ঠানটির সিইও সুনীল ডি সুজা বলেন, “কোম্পানি সর্বদা গ্রাহকদের জন্য বিশ্বমানের পরিষেবা প্রদান করতে নিজেদের গুণগতমান বৃদ্ধি করছে। ওমানের সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ডের পুরস্কারে ভূষিত হয়ে আমরা গর্বিত। আমি গ্রাহকদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের উপর আস্থা রেখেছেন।
একই সাথে এই পুরস্কারের মাধ্যমে তারা আমাদের উপর যে ভালবাসা জানিয়েছেন তা অপরিসীম। এটা মাথায় রেখেই আমরা নতুন উদ্যমে কাজ করবো। যাতে করে আমাদের গ্রাহকরা আগের তুলনায় আরো ভালো পরিষেবা পায়। আমরা আমাদের ভিআইপি ক্লায়েন্টদের জন্য প্রিমিয়াম পরিষেবা চালু করেছি।”
কোম্পানির সেলস ডিপার্টমেন্ট থেকে মুস্তাফিজুর রহমান বলেন, “গ্রাহকদের বিলাসবহুল ভ্রমণে আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করি গ্রাহকদের সেরা পরিষেবাটি প্রদান করতে যাতে করে তাদের ভ্রমণ সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক হয়।
প্রবাস টাইমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “করোনাকালীন সময়ে ওমানে যখন চারিদিকে গুজবের ছড়াছড়ি, তখন প্রবাস টাইমের মাধ্যমে ওমান প্রবাসীরা সঠিক তথ্য পেয়ে অনেক উপকৃত হয়েছে। সেইসাথে আমাদের ট্রাভেল পয়েন্ট নিয়েও বেশকিছু প্রমোশনাল ক্যাম্পেইন করেছিলো প্রবাস টাইম।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post