সৌদি আরবে উচ্চ শব্দের গান বাজানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দেশটির সরকার। নতুন নির্দেশনায় আজান ও নামাজের সময় গান বাজানো কিংবা গানের শব্দ বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা না মানলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজ রোববার (২০ ফেব্রুয়ায়রি) এক প্রতিবেদনে জানিয়েছে।
জানা গেছে, নামাজের সময় গান বাজানো হলে এক হাজার সৌদি রিয়াল ও একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ অর্থাৎ দুই হাজার সৌদি রিয়াল জরিমানা দিতে হবে। এদিকে,সৌদি আরবে মসজিদ বা সরকারি অফিসে শর্টস পরার জন্য ২৫০ থেকে পাঁচ হাজার রিয়াল পর্যন্ত নতুন জরিমানার বিধানও চালু হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সৌদ বিন নায়েফ পাবলিক ডেকোরাম রেগুলেশন সংশোধনের আহ্বান জানান। তিনি এটি মন্ত্রী পর্যায়ের সিদ্ধান্ত জারি করার পরে নতুন জরিমানা চালু করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post