ওমানে যে সকল শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে। দেশটির শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত রোগীদের জন্য নতুন কোয়ারেন্টাইনের নিয়ম জারি করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করেছে শ্রম মন্ত্রণালয়। নিম্নে নতুন আইনগুলো তুলে ধরা হলো:
১. করোনা রোগীর সংস্পর্শে থাকা টিকা না গ্রহণকারীদের উপসর্গ না থাকলেও তাকে সাত দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। অষ্টম দিনে তাকে করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে তার কোয়ারেন্টাইন করতে হবেনা। আর যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে তাকে দশ দিনের জন্য কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
২. করোনা রোগীর সংস্পর্শে থাকা টিকাপ্রাপ্ত ব্যক্তিকে উপসর্গ না দেখা যাওয়া পর্যন্ত কোয়ারেন্টাইন করতে হবেনা। তবে এক্ষেত্রে সেই ব্যক্তির একটি করোনার পিসিআর পরীক্ষা করাতে হবে। পিসিআরের ফলাফল ইতিবাচক আসলে তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। অষ্টম দিনে তাকে করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে তার আর কোয়ারেন্টাইন মেনে চলতে হবে না। আর যদি ইতিবাচক আছে তাহলে তাকে দশ দিনের জন্য কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।
৩. যেসব রোগীর উপসর্গ আছে তাদের অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফলাফল ইতিবাচক হলে তাকে সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। অষ্টম দিনে তাকে দ্রুত করোনা পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফলাফল নেতিবাচক হলে আর কোয়ারেন্টাইন মেনে চলতে হবে না সেই পরিচ্ছন্নতা কর্মীদের। সকল সরকারী ও বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলিকে সকল প্রতিরোধমূলক ব্যবস্থা মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post