সম্প্রতি ওমানের অপরিশোধিত তেলের মূল্যে ৯২.৯৩ ডলারে পৌঁছেছে। বিশ্লেষকরা আশা করছেন আগামী সপ্তাহে এই দাম ১০০ ডলার ছুঁতে পারে। বিশ্বব্যাপী তেলের ক্রমবর্ধমান চাহিদার কারণে দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরিশোধিত তেলের দাম।
অর্থনৈতিক বিশ্লেষক খালফান আল তাওকি বলেন, “আমি মনে করি এটি এই সপ্তাহে বা আগামী সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলারে পৌঁছাবে। এই মূল্যবৃদ্ধি ওমানকে তার পঞ্চবার্ষিক পরিকল্পনা অর্জন করতে সহায়তা করবে। পাশাপাশি পরিকল্পনার লক্ষ্য অর্জনকে ত্বরান্বিত করতে সহায়তা করবে। ২০১৪ সালের পর এই প্রথম তেলের দাম সর্বোচ্চ দেখলো ওমান।”
বৈদেশিক মুদ্রার ব্রোকারেজ ফার্মের বিশ্লেষক, এডওয়ার্ড মোয়া বলেন, “করোনার দুই বছর পর বৈশ্বিক অর্থনীতি অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। বিশ্বব্যাপী তেলের ক্রমবর্ধমান চাহিদার কারণে ওমানের তেলের দাম ঊর্ধ্বমুখী। এছাড়াও ওপেক ও ওপেক প্লাস চুক্তিতে উৎপাদন না বাড়ায় ওমান তেলের ব্যারেলের উচ্চ মূল্য পাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post