কুয়েতে করোনা সংক্রমণ কিছুটা কমে আসায় অবশেষে করোনা আইন শিথিল করলো মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। নতুন আইন অনুযায়ী দেশটিতে পিসিআর পরীক্ষা ও যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই। তবে এই নিয়ম শুধুমাত্র যারা করনার ন্যুনতম একটি ভ্যাকসিন গ্রহণ করেছেন, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে জানিয়েছে দেশটির সরকার।
সোমবার (১৪-ফেব্রুয়ারি) কুয়েতের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, যে সকল নাগরিক কুয়েতে ভ্রমণ করতে চান তবে টিকা গ্রহণ করেননি তাদের অবশ্যই দেশে আসার তিনদিন আগে পিসিআর পরীক্ষা করতে হবে ও তার সনদ সাথে নিয়ে আসতে হবে।
একই সাথে কুয়েত পৌঁছানোর পর তাদের সাত দিনের জন্য হোম কোয়ারেন্টাইন মেনে চলতে হবে। তবে যাদের ভ্যাকসিন নেওয়া আছে, তাদের পিসিআর পরীক্ষা ও বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের প্রয়োজন নেই।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post