মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৮ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির কৃষি, মৎস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়। আটককৃতদের স্বেচ্ছায় ওমান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৩-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “দেশটির আল দাখিলিয়াহ প্রদেশের দুকুম এলাকায় অবৈধ উপায়ে মাছ ধরার অভিযোগে ১৮ প্রবাসীকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়।
পরে আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে ১৮ প্রবাসীর ভিসা বাতিল করে তাদের স্থায়ীভাবে ওমান ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে এই ১৮ প্রবাসী কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
এদিকে, দেশটির ধোফার প্রদেশে অবৈধভাবে গলদা চিংড়ি ধরায় একদল জেলেকে গ্রেপ্তার করেছে মৎস্য অধিদপ্তর। পৃথক এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, “ধোফার প্রদেশে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগ রয়েছে অবৈধ উপায়ে খরা মৌসুমে গলদা চিংড়ি ধরছিলো তারা। আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post