করোনাভাইরাসের বিধিনিষেধ কাটিয়ে বেশ কিছু গন্তব্যে যেতে শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট। এতে করোনাকালীন সময়ের ক্ষতি অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে জাতীয় পতাকাবাহী এই সংস্থা। এ বছরই টরোন্টো ও নিউইয়র্কে ফ্লাইট শুরু করারও প্রস্তুতি নিচ্ছে বিমান। আগামী মার্চ মাস থেকে অনলাইনে আবারও পাওয়া যাবে বিমানের টিকিট।
করোনা পরিস্থিতিতে গত দুই বছরে বেশি ক্ষতিগ্রস্ত খাত এভিয়েশন। তবে করোনার টিকা দেয়া শুরুর পর থেকে অনেকটাই ধাতস্থ এই খাত। কিছু সুনির্দিষ্ট গন্তব্য ছাড়া ফ্লাইট চলাচল নিয়মিত হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল জানান, আর্থিক ক্ষতি তারা কাটিয়ে উঠছেন।
প্রবাসী শ্রমিকদের পরিবহনে অগ্রাধিকার দিচ্ছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স সংস্থা।তিনি আরো জানান, আধুনিক প্রজন্মের উড়োজাহাজ নিয়ে ১৯টি গন্তব্যে যাত্রী পরিবহন করছে বিমান। নতুন রুট বিন্যাসেও রয়েছে বিভিন্ন মেয়াদী পরিকল্পনা।
আগামী মার্চ মাসে ঢাকা-টরোন্টো গন্তব্যে উড়বে বিমানের উড়োজাহাজ। নিউইয়র্কেও এ বছরই ডানা মেলতে চায় বিমান। এদিকে, গত সেপ্টেম্বর থেকে বন্ধ আছে বিমানের অনলাইন টিকেট বিক্রি। মার্চ নাগাদ আবার তা চালু করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post