প্রবাসীদের কষ্টের উপার্জন দেশে আপনজনের কাছে দ্রুত ও নিরাপদে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ এনসিসি ব্যাংক। প্রবাসীরা এনসিসি ব্যাংকের মাধ্যমে ৫ সেকেন্ডের মধ্যে দেশে টাকা পাঠাতে পারেন। টাকা পাঠানো সহজ করার পাশাপাশি প্রবাসীদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে ব্যাংকটি।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সার্বিক সহযোগিতায় প্রবাসীদের সঙ্গে এনসিসি ব্যাংকের মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। সম্প্রতি দুবাইয়ের অভিজাত পাঁচ তারা রেডিসন ব্লু হোটেলের বল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের চেয়ারম্যান আবুল বাশার ছাড়াও সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, ব্যাংকের ডিরেক্টর এস এম আবু মহসিন ও মুহাম্মদ মঈনুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মামুনুর রশীদ, রেমিট্যান্স সার্ভিসের প্রধান মুহাম্মদ মাহফুজুর রহমান, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, ইইএই আ. লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন কাউসার প্রমুখ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post