ওমানে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির শিক্ষা মন্ত্রণালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের সরকারী এবং বেসরকারি স্কুলের দ্বিতীয় সেমিস্টার পরিচালনার বিষয়ে একটি নতুন বিবৃতি জারি করেছে। সুপ্রিম কমিটির নির্দেশের ভিত্তিতে এই বিবৃতি জারি করেছে মন্ত্রণালয়। নতুন নির্দেশনার মধ্যে রয়েছে:
১. মিশ্র শিক্ষা ব্যবস্থায় প্রথম থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। প্রতি শ্রেণীতে ২০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হতে পারবে না। যে সকল শিক্ষার্থী স্কুলে উপস্থিত হবে তাদের অবশ্যই সতর্কতামূলক স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
২. পঞ্চম থেকে একাদশ শ্রেণী শিক্ষার্থীদের জন্যও মিশ্র শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। প্রতি শ্রেণীতে ৩০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত হতে পারবে না। যে সকল শিক্ষার্থী স্কুলে উপস্থিত হবে তাদের অবশ্যই সতর্কতামূলক স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।
৩. দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সতর্কতামূলক স্বাস্থ্য ব্যবস্থা মেনে শতভাগ স্কুলে উপস্থিত হতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post