ওমানে করোনা সংক্রমণ বাড়লেও দেশটিতে এখন পর্যন্ত প্রায় অর্ধ মিলিয়নেরও বেশি নাগরিক করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ গ্রহণ করেছে। এক প্রতিবেদনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, “এখন পর্যন্ত দেশটিতে প্রায় ৫ লাখ ৭ হাজার ৪৪০ জন নাগরিক করোনার বুস্টার ডোজ গ্রহণ করেছেন। যাদের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ১৯৮ জন ওমানি নাগরিক ও তিন লাখ ৬৩ হাজার ২৪২ জন প্রবাসী রয়েছেন।
দেশটির ডেটা বিশ্লেষক ইব্রাহিম আল মাইমানি বলেন, “আমি মনে করি বুস্টার ডোজ পাওয়ার নাগরিকদের মধ্যে প্রবাসীদের চাহিদা রয়েছে। কারণ এটি অন্যান্য দেশে ভ্রমণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। দেশটিতে এখন পর্যন্ত করোনা টিকা গ্রহণ করেছেন ৬৬ লাখ ৭৬ হাজার ২২৪ জন। যাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৩১ লাখ ৯১ হাজার ৯১২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৯ লাখ ৭৬ হাজার ৮৭২ জন এবং বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৫ লাখ ৭ হাজার ৪৪০ জন।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওমান প্রতিনিধি ডাঃ জিন জাব্বুর জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাস নিয়ে অনেক তথ্য রয়েছে। কিন্তু যেসব তথ্যের সঠিক বা বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই, সেই সকল তথ্য আপনারা গ্রহণ করবেন না। এতে নিজেদের মধ্যে করোনা নিয়ে ভ্রান্ত ধারনা তৈরি হয়। যা সমাজে সংক্রমণের মাত্রা বাড়িয়ে তুলে। ভ্যাকসিন নিরাপদ, কার্যকর, মহামারী বন্ধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলেও উল্লেখ করেন তিনি।
ডাঃ জিন জাব্বুর আরো বলেন, আমি যখন ভাইরাস নিয়ে ভ্রান্ত ধারণা শুনি, আমি এই ধারণা পরিবর্তনের জন্য চেষ্টা করি। কারণ আমি জানি কোনো দেশ যদি করোনা সংক্রমণ কমিয়ে নিয়ে আসতে চায়, তাহলে অবশ্যই সকল নাগরিকদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে।
ওমান জুড়ে স্থানীয় পর্যায়ে পরিচালিত বিভিন্ন পরিসংখ্যানে দেখা গিয়েছে যে জনগণের মধ্যে করোনা ভ্যাকসিন গ্রহণ করার প্রবণতা রয়েছে। তবে ওমানি নাগরিকদের তুলনায় প্রবাসীদের মধ্যে এই ভ্যাকসিন গ্রহণের প্রবণতা বেশি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post