ওমানে চলতি মাসে দ্রুতগতিতে বাড়ছে করোনা সংক্রমণের হার। গত আট দিনে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৪২ জন মারা গিয়েছেন। দেশটির ডেটা বিশ্লেষক ও সামাজিক কর্মী ইব্রাহিম আল-মাইমানি বলেন, “ওমানে চলতি মাসের প্রথম ৮ দিনে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ হাজার নাগরিক। এর আগে জানুয়ারির মাসে আক্রান্তের পরিমাণ ছিলো ৩৩ হাজার ২৭২ জন।”
আল মাইমানি আরো জানিয়েছেন, “চলতি মাসের ৮ দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৯৭ জন। যেখানে জানুয়ারি মাসে এই সুস্থতার হার ছিলো ১৪ হাজার ৭৩৩ জনে। দেশটিতে ক্রমেই বেড়ে চলছে করোনা সংক্রমণের হার ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা।
এছাড়াও নিবিড় পরিচর্যাকেন্দ্রেও বাড়ছে করোনা রোগীর হার। দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩২ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৭১ জন।” করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত আটদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৪২ জন। যেখানে জানুযারী মাসে করোনায় মৃত্যু হয়েছিলো ৩০ জন ও ডিসেম্বরে ৩ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post