একে-৪৭ রাইফেল দিয়ে নির্যাতনের অভিযোগে ইতালির সিসিলি দ্বীপে দুই বাংলাদেশিকে ২০ বছর করে কারাদণ্ড দিয়েছে সেখানকার একটি আদালত। আরব নিউজ সোমবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সিসিলির পালেরমো শহরের আইনজীবী গেরি ফেররা জানান, আসামি ফজুরল সোহেল ও মো. হারুনের বিরুদ্ধে কয়েকজন ভুক্তভোগী মাসের পর মাস তাদেরকে আটকে রেখে মারধর করার অভিযোগ আনেন।
২০২০ সালের ২৮ মে ওই দুই বাংলাদেশি অভিবাসী বোঝাই নৌকায় ইতালির সিসিলি পৌঁছান। লিবিয়ার ক্যাম্পে থাকা বেশ কয়েকজন অভিবাসী তাদের শনাক্ত করার পর ওই বছরেরই ৬ জুলাই তাদের গ্রেফতার করা হয়।
কয়েকজন ভুক্তভোগী আইনজীবীদের নিজেদের ফোনে ধারণ করে রাখা নির্যাতনের ভিডিও সরবরাহ করেন বলে আরব নিউজ জানিয়েছে। তদন্তকারীরা অভিযুক্তদের ফেসবুকে একে-৪৭ রাইফেলসহ তাদের ছবিও খুঁজে পান। অভিবাসীদের দাবি, আসামিরা একে-৪৭ দিয়ে তাদের আঘাত করতেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post