পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া বিদেশী সৌদি আরবে পৌঁছেই করোনা নেগেটিভের সনদ দেখাতে হবে। সোমবার (৭ ফেব্রুয়ারি) এমন নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সৌদিতে পৌঁছানোর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে পিসিআর বা র্যা পিড অ্যান্টিজেন পদ্ধতিতে করোনা পরীক্ষা করতে হবে। এই সময়ের আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না। পুরো বিশ্বে মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়েছে ।
সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি আরব।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post