পশু ও কৃষি পণ্য আমদানিতে নতুন সিদ্ধান্ত ওমানের। এখন থেকে দেশটির যে সকল প্রতিষ্ঠান বন্দরের মাধ্যমে কৃষি ও পশুর চালান আমদানি করবে তাদের আমদানি পারমিট নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির কৃষি, মৎস্য ও পানীসম্পদ মন্ত্রণালয়।
আজ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “ওমানের সকল বন্দর দিয়ে আসা কৃষি পণ্য ও পশুর চালান আমদানিকারকদের আমদানি পারমিট নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রয়োজনীয় কৃষি ও পশু আমদানির জন্য অবশ্যই সকল প্রতিষ্ঠানকে অনুমতি গ্রহণ করতে হবে। এই বিষয়ে কঠোর মনিটরিং করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post