করোনা মহামারির মাঝেও ওমানে বাংলাদেশী প্রবাসীরা তাদের সফলতার সাক্ষর রেখে যাচ্ছেন। সম্প্রসারণ ঘটছে ব্যবসা প্রতিষ্ঠানের। শুক্রবার (৪-জানুয়ারি) দেশটির বাংলাদেশী অধ্যুষিত অঞ্চলে হামরিয়াতে নতুন আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে।
বাংলাদেশী পণ্যের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের সমাহার রয়েছে তার দোকানে। নারী পুরুষের পোশাকের পাশাপাশি ঘরের আসবাবপত্র ও মিলছে তার নতুন এই প্রতিষ্ঠানে। ব্যবসায়ী ইমরান হোসেন গত ৮ বছর যাবত ওমানে বসবাস করছেন। দেশের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়িতে। তিনি ওমানের অত্র অঞ্চলের একজন প্রসিদ্ধ বিল্ডিং কন্সট্রাকশন কনট্রাকটর।
দোকান উদ্ভোধনি অনুষ্ঠানে বাংলাদেশী প্রবাসীরা ছাড়াও ওমানি ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। এসময় ওমানিদের মধ্যে উপস্থিত ছিলেন, অমর আল হাজিরী, আহমেদ আল হাজিরী, হামুদ আল হাজিরী, গাচ্ছান আল হাজিরী ও আব্দুল্লাহ আল বেরেইকি। ওমানের মাটিতে বাংলাদেশীদের এমন সাফল্যের প্রশংসা করেছেন খোদ ওমানিরাও।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post