তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা ওসমান তুরান বলেছেন, বাংলাদেশের সাথে ব্যবসা দ্বিগুণ করতে চায় তুরস্ক। ওসমান তুরান বলেন, এ বছরের মধ্যে ২০০ কোটি ডলার বাণিজ্যের পরিমাণ হতে পারে। তবে এ জন্য বিদেশি বিনিয়োগ আরও সহজ করার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা কমানোর তাগিদ দিচ্ছে তুরস্ক।
তিনি বলেন, আমাদের ব্যবসা বাণিজ্য বাড়ছেই। এরই মধ্যে এটি এক বিলিয়ন পার হয়েছে। চলমান ধারা অব্যাহত থাকলে এটি আরও বাড়বে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করে তুর্কী দূত বলেন, অবকাঠামো, জ্বালানি বিশেষ করে এলপিজি, জাহাজ নির্মাণ ছাড়াও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী তাদের বিনিয়োগকারীরা।
সেজন্য বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চায় দেশটি। ঢাকায় রাষ্ট্রদূত হিসেবে মোস্তাফা ওসমান তুরান কাজ শুরু করেন ২০২০ এর জানুয়ারিতে। তখন দু’দেশের ব্যবসা বাণিজ্য ছিল মাত্র ৮৫০ মিলিয়ন ডলারের। এখন তা বিলিয়ন ছাড়িয়েছে, পরিমাণ ১ দশমিক দুই বিলিয়ন ডলার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায় তুরস্ক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post