করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর প্রাথমিকভাবে বেশিরভাগ রোগীর শরীরেই মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যে তারা সুস্থও হয়ে উঠছিলেন। তবে, ওমিক্রনের সংক্রমণের গতি নিতে চিন্তিত ছিলেন বিশেষজ্ঞরা। তাদের সেই চিন্তাকে আরও বাড়িয়ে তুলেছে ওমিক্রনের সাম্প্রতিক নতুন সংস্করণ।
বিজ্ঞানীদের দাবি, ওমিক্রনের এই ‘নতুন’ সংস্করণের সংক্রমণ ক্ষমতা ছাড়িয়ে গেছে ওমিক্রনের প্রাথমিক সংস্করণকেও। এর মাধ্যমে দ্বিগুণ হারে আক্রান্ত হচ্ছে মানুষ। এমনকি ওমিক্রনের প্রাথমিক পর্যায়ে আক্রান্তের পর সুস্থ হয়েছেন, এমন ব্যক্তিরাও পুনরায় আক্রান্ত হতে পারেন সাম্প্রতিক নতুন এই ধরনে। কারণ বিশেষজ্ঞদের মতে, সুস্থ হওয়া ব্যক্তির শরীরে ভবিষ্যতে সংক্রমণ এড়ানোর মতো যথেষ্ট অ্যান্টিবডি বা প্রতিরক্ষা ক্ষমতা না থাকারই সম্ভাবনা বেশি। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোর ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়ার এক নতুন গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।
অনলাইনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সম্পূর্ণভাবে টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাও ওমিক্রনে আক্রান্ত হয়েছেন এবং হচ্ছেন। প্রাথমিক পর্যায়ে ওমিক্রনে আক্রান্ত হওয়া ব্যক্তিরা মৃদু উপসর্গ নিয়ে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠলেও, ওমিক্রনের সাম্প্রতিক সংস্করণ ইতোমধ্যেই উদ্বেগ তৈরি করেছে। কারণ দুই ডোজ টিকা নেওয়ার পরেও অনেকে আক্রান্ত হচ্ছেন এই ধরনে।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (১ ফেব্রুয়ারি) জানিয়েছে, বিশ্বের অন্তত ৫৭টি দেশে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ওমিক্রনের নতুন রূপ। মাত্র ১০ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মত শনাক্ত হয় করোনার নতুন ধরন ওমিক্রন। এরপরেই বিশ্বজুড়ে ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়তে শুরু করে। মঙ্গলবার এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা গেছে বিশ্বের অন্তত ৫৭টি দেশে ওমিক্রনের নতুন এই রূপের উপস্থিতি শনাক্ত হয়েছে। আগামী দিনে সংক্রমণের গতি আরও বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post