রক্ষণাবেক্ষণের কাজের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে ওমানের রুই রুই স্ট্রিট ও মাস্কাট হাইওয়ে। আজ এক বিজ্ঞপ্তিতে মাস্কাট পৌরসভা জানিয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রুই থেকে দারসেট সড়কটি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আংশিকভাবে বন্ধ থাকবে। গাড়ি চালকদের সতর্কতা অবলম্বন করতে অনুরোধ জানিয়েছে পৌরসভা।
এদিকে, ওমানের মাস্কাট হাইওয়ে রক্ষণাবেক্ষণের কারণে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত অস্থায়ীভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছে মাস্কাট পৌরসভা কর্তৃপক্ষ। পৃথক এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে, “মাস্কাট এক্সপ্রেসওয়ের আল কুরুম থেকে সিবের দিকে আসার সময় আল ইলাম সেতুর আংশিক অংশ রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে।
আজ সন্ধ্যা থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই রাস্তায় কাজ চলবে। রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যই বন্ধ রাখা হবে যানবাহন চলাচল। তাই অনুগ্রহ করে সকলকে এই রাস্তা ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Discussion about this post