আহমাদুল কবির , মালয়েশিয়া
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ১০ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ। বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়।মালয়েশিয়া শাখা প্রবাসী অধিকার পরিষদের ৭ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি দেন। এছাড়া দাবি সংবলিত একটি টেবিল ক্যালেন্ডারও উপহার দেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন আল মামুন, জাহিদ হাসান, আমীর হোসেন, এইচ এম হাসান, মোস্তফা জামিল, হাবিবুল্লাহ, আল আমিন প্রমুখ।
তাদের দাবিগুলো হলো—
১. প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে
২. প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটাধিকার দিতে হবে
৩. বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ করতে হবে
৪. প্রবাসীদের জন্য যুগোপযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা নিশ্চিত
৫. পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস সেবা
৬. প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন
৭. জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য বিশেষ বরাদ্দ
৮. বিদেশে কাগজপত্রবিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারি সহযোগিতা
৯. বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রমকল্যাণ উইং চালু করা
১০. অভিবাসন ব্যয় এক লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাসফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণসুবিধা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post