চলমান করোনা মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আশঙ্কাজনক হারে বাড়ছে দৈনিক শনাক্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩৩৫ জন এবং মৃতের সংখ্যা ৫ জন। গতকালের তুলনায় আজ মৃত বেড়েছে ৩ জন।
বুধবার (২-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৪৩ জন। আজ নতুন ১৩০০ জন সুস্থ সহ মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৫৮৪ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১৫৩ জন।
আজ দেশটির হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১০৩ জন এবং বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩৩৯ জন। যাদের মধ্যে আইসিইউতে ভর্তি আছেন ৫০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। একইসাথে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এদিকে, করোনাভাইরাসের অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন একটি সাব-ভ্যারিয়েন্ট আরও সংক্রামক হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, এখন পর্যন্ত এই সাব-ভ্যারিয়েন্টটি বিশ্বের ৫৭টি দেশে পাওয়া গেছে।
প্রায় দশ সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয় ওমিক্রন ভ্যারিয়েন্ট। দ্রুতই এটি সারা বিশ্বে প্রভাবশালী ভ্যারিয়েন্ট হয়ে ওঠে। মহামারিসংক্রান্ত সর্বশেষ সাপ্তাহিক তথ্য উপস্থাপন করতে গিয়ে ডব্লিউএইচও জানিয়েছে, গত মাসে করোনার যত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার বেশির ভাগই অমিক্রন। এর মধ্যে বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ সাব-ভ্যারিয়েন্টও রয়েছে।
ডব্লিউএইচও জানিয়েছে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি শনাক্তের হারও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে। এটি বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। কিছু কিছু দেশে মোট শনাক্ত ওমিক্রনের অর্ধেকের বেশি এই সাব-ভ্যারিয়েন্টটি। এখন পর্যন্ত ওমিক্রন এবং এর সাব ভ্যারিয়েন্টগুলোর মধ্যে পার্থক্য নিয়ে খুব কম তথ্য জানা এগুলোর সংক্রমণক্ষমতাসহ বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করতে আরও গবেষণার আহ্বান জানিয়েছে সংস্থাটি। সাম্প্রতিক কয়েকটি গবেষণায় দেখা গেছে, বিএ.২ সাব-ভ্যারিয়েন্টটি মূল ওমিক্রনের চেয়েও বেশি সংক্রামক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post